ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রূপগঞ্জে সাব রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে দলিল লিখকদের তৃতীয় দিনের মত কর্মবিরতি

রূপগঞ্জে সাব রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে দলিল লিখকদের তৃতীয় দিনের মত কর্মবিরতি

নারায়ণগঞ্জে রূপগঞ্জ সাব রেজিষ্ট্রার (পূর্ব) মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে দূর্নীতি,অনিয়ম আর ঘুষ বানিজ্যর প্রতিবাদে তাকে অপসারনের দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে দলিল লিখকরা। গত রবিবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচী শুরু করেন তারা । এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে তারা সাবরেষ্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মসুচি পালন করেন। তাদের এই কর্মসূচীর কারনে প্রতিদিন অন্তত ১ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

রূপগঞ্জ দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির লোকজন জানান, রূপগঞ্জ( পূর্ব) সাবরেজিষ্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্যাহ গত ১৩ সেপ্টেম্বর এখানে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি দলিল লিখকদের সাথে অসদাচর, দলিল সস্পাদক করতে অতিরিক্ত ফি দাবিসহ আলাদাভাবে প্রতিটি লিখকের কাছে ঘুষ দাবী করেন। সেবা গ্রহিতাদের সাথে অসদাচর আর লিখকদের সনদ বাতিলেরও তিনি হুমকি দিচ্ছেন বলে অভিযোগ দলিল লিখকদের। এসব অনিয়মে অতিষ্ঠ হয়ে রবিবার থেকে কর্মবিরতিসহ আন্দোলন শুরু করেন দলিল লিখকগল। সাব রেজিষ্টারের অন্যত্র বদলি অথবা অপসারন না হওয়া অবদি তাদের এই কর্মসূচি চলামান থাকলে বলেও জানান তারা। এদিকে জমি রেজিষ্ট্রি কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় জমি ক্রেতা ও মালিকেরা। পাশাপাশি এই অফিসের অধীনে প্রতিদিন সম্পাদন হওয়া শতাধিক দলিল থেকে অন্তত কোটি টাকার রাজস্ব আয় হয় বলে জানা গেছে।

কর্মবিরতি,রূপগঞ্জ,দলিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত